প্রকাশিত: Fri, Jul 7, 2023 10:41 PM
আপডেট: Tue, May 13, 2025 12:52 AM

[১]নওয়াজকে নির্দোষ ঘোষণা করে আদালত বললো, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার

ইমরুল শাহেদ: [২] পাকিস্তানের সাবেক সরকারের নির্দেশে একটি রেফারেন্সের মাধ্যমে রাজনৈতিকভাবে তিনি এই প্রতিহিংসার শিকার হন। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং তাকে অপরাধী ঘোষণার জন্য যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।  দ্য নিউজ 

[৩] বৃহস্পতিবার একটি বিশদ রায়ে নওয়াজ শরীফের ব্যক্তিগত সম্পত্তি মামলায় এ্যাকাউন্টিবিলিটি আদালত এ কথা বলেছে। আদালত তাকে নির্দোষ ঘোষণা করতে গিয়ে এমন মন্তব্য করেছে।  

[৪] রায়ে বলা হয়েছে, সম্ভবত ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) কর্তৃপক্ষকে তৎকালীন সরকারের নির্দেশে রেফারেন্স প্রস্তুত করতে বাধ্য করা হয়েছিল অভিযুক্তের রাজনৈতিক ক্যারিয়ার এবং শুভাকাংখাকে ক্ষতিগ্রস্ত করার জন্য। পাকিস্তানে নওয়াজ শরীফ তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

[৫] আদালত এনএবি এবং কর বিভাগকে নওয়াজ শরীফের সকল সম্পত্তি ও ২৭ শেয়ারহোল্ডারকে সচল করার নির্দেশ দিয়েছে। 

[৬] আদালত ২৪ জুন নওয়াজ শরীফকে এই মামলা থেকে রেহাই দিয়েছে এবং বৃহস্পতিবার এই ব্যাপারে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। 

[৭] আদালতের রায়ে হয়েছে, ‘যদি বাধ্যতামূলক শর্তাদি পূরণ করা না হয়, তাহলে একজন অভিযুক্তকে অপরাধী ঘোষণা করার পুরো প্রক্রিয়াটি বেআইনি ও অকার্যকর হয়ে যায়।’ সম্পাদনা: তারিক আল বান্না